নবীদের ১০টি দুআ

নবীদের (আলাইহিমুস সালাম)-এর ১০টি দুআ
নিম্নে কুরআনে বর্ণিত ১০ জন নবীর ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুআ উল্লেখ করা হলো:
❂ ১. আদম (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
অর্থ: “হে আমাদের রব! আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।” [সূরা আরাফ: ২৩]
❂ ২. নুহ (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
অর্থ: “হে আমার রব! আমাকে, আমার পিতামাতাকে, আমার ঘরে প্রবেশকারী মুমিনদের এবং সমস্ত মুমিন পুরুষ ও নারীদের ক্ষমা করুন।” [সূরা নূহ: ২৮]
❂ ৩. আইয়ুব (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبِّ إِنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
অর্থ: “হে আমার রব! আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ।” [সূরা আম্বিয়া: ৮৩]
❂ ৪. শুয়াইব (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
অর্থ: “হে আমাদের রব! আমাদের ও আমাদের কওমের মধ্যে ন্যায়সঙ্গত ফয়সালা করে দিন, আর আপনিই শ্রেষ্ঠ ফায়সালা কারী।” [সূরা আরাফ: ৮৯]
❂ ৫. মুসা (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
অর্থ: “হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করেন, আমি তার প্রতি অতীব অভাবগ্রস্ত।” [সূরা কাসাস: ২৪]
❂ ৬. ইউনুস (আলাইহিস সালাম)-এর দুআ:
لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: “আপনি ছাড়া প্রকৃত কোনও ইলাহ নেই। আপনি পবিত্র; নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।” [সূরা আম্বিয়া: ৮৭]
❂ ৭. ইউসুফ (আলাইহিস সালাম)-এর দুআ:
أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
অর্থ: “আপনি আমার অভিভাবক দুনিয়াতে ও আখিরাতে। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।” [সূরা ইউসুফ: ১০১]
❂ ৮. ইবরাহিম (আলাইহিস সালাম)-এর দুআ:
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
অর্থ: “হে আমার রব! আমাকে ও আমার বংশধরদের সালাত কায়েম কারী বানান। হে আমাদের রব! আপনি আমার দুআ কবুল করুন।” [সূরা ইবরাহিম: ৪০]
❂ ৯. ইসা আলাইহিস সালাম-এর দুআ:
رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
“হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্য হবে ঈদ-আমাদের অগ্রগামীদের জন্য ও পশ্চাদগামীদের জন্য এবং তা হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আপনি আমাদের রিজিক দান করুন। আপনিই শ্রেষ্ঠ রিজিক দানকারী।” [সূরা মায়িদা: ১১৪]
❂ ১০. মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুআ:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ: “হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।” [সূরা বাকারা: ২০১]
(সংগৃহীত ও পরিমার্জিত) আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
Share: