প্রশ্ন: চশমা পরে নামাজ পড়লে কি নামাজের কোন সমস্যা হবে?
উত্তর:
চশমা পরে সালাত পড়তে কোন বাধা নেই যদি না সেজদা দিতে গিয়ে চশমার কারণে নাক ও কপাল জমিনে ঠেকাতে বাধাগ্রস্ত না হয়। তবে যদি বড় চশমা পরিধানের কারণে সেজদা দিতে গিয়ে নাক ও কপাল জমিনে ঠেকাতে বাধাগ্রস্ত হয় তাহলে সালাত সহিহ হবে না। কেননা হাদিসে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أمِرْت أن أسْجُد على سَبْعَة أعَظُم على الجَبْهَة، وأشار بِيَده على أنْفِه واليَدَين والرُّكبَتَين، وأطْرَاف القَدَمين ولا نَكْفِتَ الثِّياب والشَّعر
“আমি সাতটি অঙ্গের উপর সেজদা করতে আদিষ্ট হয়েছি: কপালের উপর। অতপর তিনি হাত দিয়ে নাকের প্রতিও ইশারা করেলেন।(অর্থাৎ নাক ও কপাল উভয়টির উপর) আর দু হাত, দু হাঁটু এবং দু পায়ের আঙ্গুলসমূহের উপর। আর (আরও নির্দেশ দেয়া হয়েছে যে,) আমরা (সালাতে) যেন কাপড় ও চুল গুটিয়ে না রাখি।” [সহিহ বুখারি ও মুসলিম]
সুতরাং এমন বড় চশমা পরিহিত থাকলে সেজদার পূর্বে তা খুলে রাখা আবশ্যক।” আল্লাহু আলাম।
–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।