ঘরের কাজ করে এমন ব্যক্তিকে কি যাকাত দেওয়া? সে মিসকিন কিনা কিভাবে বুজবো।

প্রশ্নঃ ঘরের কাজ করে এমন ব্যক্তিকে কি যাকাত দেওয়া? সে মিসকিন কিনা কিভাবে বুজবো। মিসকিন আর গরিব কি এক?
উত্তরঃ জি না মিসকিন আর ফকির এক নয়। গরিব, ফকির আর মিসকিন আলাদা। ফকির হচ্ছে ভিক্ষা করে খায় ভিক্ষুক। আর মিসকিন হচ্ছে অভাবী, কামাই রোজগার করে কিন্তু তার সংসার যথাযতভাবে চলে না। আয় ধারা ব্যয় সঙ্কুলন হয় না অভাব থাকে। যেহেতু সে আপনার বাড়ীতে কাজ করে সেহেতু সে গরীব তাকে যাকাত দেওয়া যাবে।
উত্তর প্রদানে:
মোহাম্মদ সাইফুল ইসলাম মাদানি।।

Share: