ওলি ছাড়া বিয়ে এবং পরে স্বামী তিন ইদ্দতে তিন তালাক দেয়া

প্রশ্ন:- এক বোনের ওলি (অভিভাবক) ছাড়া বিয়ে হয়।পরে তাদের একটা বাচ্চাও হয়।কিন্তু কয়েক বছর পর তাদের মাঝে ঝামেলা হওয়ার কারণে ঐ বোনের স্বামী তিন ইদ্দতে তিন তালাক দেয়।পরবর্তীতে ঐ বোনের স্বামী জানতে পারে মেয়ের ওয়ালি ছাড়া বিয়ে হয়না।এখন সেই ভাই বোনকে আবার ফিরিয়ে নিতে চায়।এক্ষেত্রে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে শরীয়তী কোন বাধা আছে কিনা যেহেতু বোনকে তিন ইদ্দতে তিন তালাক দিয়েছে।

উত্তর:

মহিলার ওলী বা অভিভাবকের সম্মতি ব্যতিরেকে বিয়ে শুদ্ধ হয় কিনা এই বিষয়টি দ্বিমত পূর্ণ। হানাফী মাযহাব অনুযায়ী এভাবে বিয়ে শুদ্ধ হয়।
যদিও হাদিসের আলোকে বিবাহ শুদ্ধ না হওয়ার বিষয়টি অধিক অগ্রাধিকার যোগ্য মত।
যা হোক যেহেতু প্রচলিত হানাফী মাযহাব অনুযায়ী তাদের বিয়ে সংঘটিত হয়েছিল সুতরাং ৩ তুহুরে তিন তালাক দেওয়ার ফলে তাদের বিবাহ পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন ভাবে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই।

অবশ্য তালাকপ্রাপ্তা মহিলাটির যদি অন্য কোথাও বিবাহ হয় এবং দ্বিতীয় স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দেয় অথবা তার স্বামী মৃত্যুবরণ করে তাহলে ইদ্দত পালনের পর নতুন ভাবে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে; অন্যথায় নয়।
আল্লাহু আলাম।
▬▬▬▬●◈●▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

Share: