এক বোনের অলংকার আছে প্রায় ১৫ ভরি স্বর্ণ কিন্তু তার স্বামীর ব্যাঙ্ক লোন আছে কয়েক লাখ টাকা

প্রশ্ন: এক বোনের অলংকার আছে প্রায় ১৫ ভরি স্বর্ণ। কিন্তু তার স্বামীর ব্যাঙ্ক লোন আছে কয়েক লাখ টাকা। এখন তাদের উপর কি যাকাত ফরজ হবে?
▬▬▬✪✪✪▬▬▬
উত্তর:
ইসলামের বিধান হল, সাহিবে নিসাব অর্থাৎ যে ব্যক্তি নিসাব (তথা সর্বনিম্ন ৮৫ গ্রাম বা ৭.৫০ ভরি স্বর্ণ ) পরিমাণ সম্পদের মালিক হবে বছরান্তে তার উপর ২.৫০% যাকাত দেয়া ফরয।
সুতরাং কোন মহিলা যদি ১৫ ভরি স্বর্ণের মালিক হয় তাহলে তার উপর যাকাত দেয়া আবশ্যক। স্বামীর ঋণ স্ত্রীর যাকাতের উপর প্রভাব ফেলবে না। কেননা উক্ত সম্পদের মালিক হল, স্ত্রী। উল্লেখ্য যে, যদি তার স্বামী আর্থিকভাবে বিপদগ্রস্ত থাকে এবং তার আয়-ইনকামও পর্যাপ্ত না হয় অথবা জীবন চালাতে গিয়ে ঋণের ভারে সে অসহায় হয়ে পড়ে তাহলে স্ত্রী তার সম্পদের যাকাত তাকে দান করতে পারে।
বি:দ্র: ব্যবহারিক স্বর্ণালঙ্কারে যাকাত ফরয হয় কি না এ বিষয়ে বিজ্ঞ আলেমদের মাঝে বিতর্ক রয়েছে। তবে বিতর্ক মুক্ত থাকার স্বার্থে যাকাত দেয়াই অধিক নিরাপদ। আল্লাহু আলাম।
▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

Share: