আলেম না হয়েও কিভাবে দাওয়াতী কাজ করব?

উত্তরঃ
আলেম না হয়েও দাওয়াতী কাজ করা যায়। আপনার কাজ হবে আলেমদের লেখা বই-পুস্তক পড়ে শোনানো বা তাদের বই-পুস্তকগুলো মানুষকে পড়তে দেয়া, তাদের বক্তৃতাগুলো শুনানোর ব্যবস্থা করা।
নিজেও বড় আলেমদের লিখিত বই/বক্তৃতা থেকে জ্ঞানার্জন করে সুন্দরভাবে দাওয়াত দিতে পারেন। তবে অবশ্যই যে বিষয়ে দাওয়াত দিবেন সে বিষয়ে ভালোভাবে জ্ঞানার্জন করতে হবে।
কোন বিষয়ে না জানা থাকলে ‘জানি না’ বলতে দ্বিধা করা যাবে না। এ ক্ষেত্রে প্রয়োজনে সময় নিয়ে ভালোভাবে জেনে তারপর উত্তর দিতে হবে। আল্লাহ তওফিক দান করুন। আমীন।
——
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

Share: