প্রশ্ন: সাইনাস, গলাব্যথা এবং জ্বরের কারণে মাঝে-মাঝে শীতকালে গরম বা ঠাণ্ডা পানি দিয়ে ওযু করতে গেলে শরীরে কাঁপুনি আসে। শারীরিক দিকে দিয়ে খুবই খারাপ লাগে। এক্ষেত্রে কিছুদিনের জন্য তায়াম্মুম করে সালাত আদায় করা ঠিক হবে কি? কারণ পানি আছে কিন্তু ব্যবহার করতে পারছি না।
উত্তর:
হ্যাঁ, পানি ব্যবহার করার কারণে যদি অসুখ-বিসুখ বৃদ্ধি পাওয়ার অথবা সুস্থতা বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করা জায়েজ রয়েছে।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব